উবুন্টুতে Screen Brightness সমস্যার সমাধান
উবুন্টুতে স্ক্রিন ব্রাইটনেস (বাড়ানো-কমানো) নিয়ে কোন সমস্যা হলে আশা করি এই সমাধান কাজে লাগবে। টার্রমিনাল ওপেন করে এই কমান্ডটি দিন।
ls /sys/class/backlight/
যদি আপনার গ্রাফিক্স কার্ড Intel হয়ে থাকে তাহলে intel_backlight দেখাবে। এরপর নিচের কমান্ডটি দিন।
sudo touch /usr/share/X11/xorg.conf.d/20-intel.conf
এরপর এই কমান্ডটি দিন।
sudo gedit /usr/share/X11/xorg.conf.d/20-intel.conf
Gedit এডিটরে একটা ফাইল ওপেন হবে যদি না হয় তাহলে আপনার সেখানে যেকোনো এডিটরের নাম কমান্ডের gedit এর জায়গায় লিখে দিন। নিচের লাইন গুলো কপি করে পেস্ট করুন।
Section "Device"
Identifier "card0"
Driver "intel"
Option "Backlight" "intel_backlight"
BusID "PCI:0:2:0"
EndSection
এখন ফাইল সেভ করে কম্পিউটার রিস্টার্ট দিন। আশা করি সমাধান হবে।
Written on August 18, 2018