লিনাক্স কেন ব্যবহার করব?

১. লিনাক্স মূলত ইউনিক্স বেইজড সিস্টেম। আসল ইউনিক্স না, তবে ইউনিক্সের মত। সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কাজ করতে চাইলে ইউনিক্স বেইজড সিস্টেম আপনাকে অবশ্যই কিছু সুবিধা দিবে যেগুলো উইন্ডোজে পেতে আপনাকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। বিস্তারিত জানতে একটু গুগল করুন।

২. সিকিউরিটি খুব বড় ইস্যু। পৃথিবীর বেশিরভাগ খারাপ কম্পিউটার ভাইরাস সবই উইন্ডোজ এর জন্য লেখা, এজন্যই উইন্ডোজে ভাইরাস ধরে। লিনাক্সে উইন্ডোজের কোন প্রোগ্রাম কাজ করেনা, কাজেই ভাইরাসও কাজ করেনা। কাজেই, আপনি এটা মনের সুখে ব্যবহার করতে পারবেন, ভাইরাস লাগার কোন চিন্তা নাই, অ্যান্টিভাইরাসের তো প্রশ্নই নেই।

৩. লিনাক্স খুবই লাইটওয়েট সিস্টেম। এটা আপনি যদি ১৫ বছর আগের পেন্টিয়াম ফোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট র‍্য্যাম কিংবা তার চেয়েও লো কনফিগারেশনের কম্পিউটারের কম্পিউটারে সেটআপ করেন, এটা সেখানেও ভালোই চলবে।

৪. লিনাক্স আপনার কম্পিউটারকে কোন অবস্থাতেই স্লো করবেনা যদি না আপনি তাকে দিয়ে খুব বেশি ভারি কিছু করান।

৫. যদি প্রোগ্রামার হয়ে থাকেন, আপনার সারাজীবন কাজে লাগবে এরকম কিছু জিনিস আপনাকে লিনাক্সই শেখাবে। যেমন, ইউনিক্স কমান্ড।

Written on September 23, 2018